google.com, pub-7320613554222027, DIRECT, f08c47fec0942fa0 এই জেলায় বাতিল ৮ লক্ষ ২৬ হাজার রেশন কার্ড। আপনার টা নেই তো?

এই জেলায় বাতিল ৮ লক্ষ ২৬ হাজার রেশন কার্ড। আপনার টা নেই তো?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

রাজ্যে রেশন কার্ড নিয়ে গুরুত্বপূর্ণ খবর এইমাত্র উঠে এলো রাজ্য খাদ্য দপ্তরের তরফে। পশ্চিমবঙ্গের এই জেলাতে লাখো রেশনের কার্ড বাতিল করলো সরকার। তবে কেন ক্যানসেল ও ব্লক করা হলো বিপুল সংখ্যক খাদ্যসাথী রেশন কার্ড? আপনার রেশন কার্ডটি ঠিক আছে তো? জেলায় রেশন কার্ড নিয়ে গুরুত্বপূর্ণ বিরাট পদক্ষেপ সরকারের।

রেশন দুর্নীতির পরে ভুয়া রেশন কার্ড নিষ্ক্রিয় করণ এবং রেশন দুর্নীতিবাজদের বিরূদ্ধে কড়া পদক্ষেপ নিক এনফোর্সমেন্ট ডিরেক্টরেট – শাসক দলের বিরুদ্ধে এমনি রেশন দুর্নীতির অভিযোগ করলো বিরোধী দলগুলো। তবে বাংলার কেবল মুর্শিদাবাদ জেলাতেই প্রায় আট লাখ ছাব্বিশ হাজার জাল রেশন কার্ড এর দুর্নীতি হয়ে়ছে।

যদিও রেশন সামগ্রী উত্তোলন এর জন্য বায়োমেট্রিক যুক্ত আঙুলের ছাপ, চোখের মনি স্ক্যান সহ একাধিক প্রযুক্তির মাধ্যমে উন্নত করে তোলা হচ্ছে ডিলারদের থেকে উপভোক্তাদের রেশন সংগ্রহ প্রক্রিয়া। রেশনের জাল চক্র যাতে বিস্তারলাভ না করতে পারে, তার জন্য ডিজিটাল রেশন কার্ড লঞ্চ করে রাজ্য খাদ্য দপ্তর।

বিভিন্ন মাধ্যম সূত্রে খবর, বিগত দুই বছর ধরে প্রায় ৮ লক্ষ ২৬ হাজার ভুয়া রেশন কার্ডের মাধ্যমে রেশন সামগ্রী তুলে নেওয়া হচ্ছিল। মুর্শিদাবাদ জেলায় এই জাল রেশন চক্র বন্ধ করতে কড়া পদক্ষেপ গ্রহণ করতে চলেছে রাজ্য প্রশাসন। বিশেষ সূত্রে জানা গিয়েছে, একই ব্যক্তির একাধিক রেশন কার্ড, মৃত ব্যক্তির রেশন কার্ড এর মাধ্যমেও এই জাল চক্র ভালো পরিমাণ রেশন দ্রব্য তুলে নিয়েছে।

উল্লেখ্য, প্রাক্তন খাদ্য মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারি পরোয়ানা জারির পর থেকেই নড়েচড়ে বসছে রাজ্য প্রশাসন। একুশ সাল থেকে এখনো পর্যন্ত প্রায় দুই বছরে মোট ৮ লক্ষ ২৬ হাজার ভুয়ো রেশন কার্ড বাতিল করেছে রাজ্য সরকার। এই ফেক রেশন কার্ড গুলি ব্লক্ক করতে তৎপর মুর্শিদাবাদ জেলা প্রশাসন।

আরও পড়ুনঃ- নভেম্বরে অতিরিক্ত ছুটি থাকছে সরকারি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান গুলি। কবে কবে এই ছুটি দেওয়া হবে?

বিগত বছর থেকে রেশন দুর্নীতি বন্ধ করতে এবং রেশন সামগ্রী ও রেশন কার্ড সংক্রান্ত জালিয়াতি বন্ধ করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ করেছে রাজ্য সরকার। যেমন রেশন কার্ডের সঙ্গে আধার তথ্য লিঙ্ক, রেশন কার্ডে ও ব্যাঙ্কে আধার আপডেট এবং কেওয়াইসি জমা সহ একাধিক গুরুত্বপূর্ণ পদ্ধতি অনুসরণ না করলে বন্ধ হয়ে যাবে উক্ত রেশন কার্ড। এবং রেশন জালিয়াতি বন্ধ করতেও ব্লক করা হচ্ছে ভুয়া রেশন কার্ড গুলি৷

বিগত কয়েক বছরে মুর্শিদাবাদ জেলায় যত সংখ্যক ফেক রেশন কার্ড ব্লক করা হয়েছে তা রাজ্যের মধ্যে সর্বোচ্চ। এমন আরও রাজ্য ও কেন্দ্রের গুরুত্বপূর্ণ আপডেট নোটিশ পেতে আমাদের নিম্নলিখিত সামাজিক মাধ্যমে যোগাযোগ করুন।

টেলিগ্রাম:- Link

ফেসবুক:- Link

হোয়াটসঅ্যাপ:- Link

গুগল নিউজ:- Link