২০২৩ সালের দুয়ারে সরকার ক্যাম্প কবে হবে? চালু হচ্ছে নতুন প্রকল্প।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

১ লা ডিসেম্বর, ২০২০ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দুয়ারে সরকার প্রকল্পের সূচনা করেন। প্রকল্প উদ্বোধনের পরে বিগত বছরগুলোতে ব্যাপক সাড়া ফেলেছে এই প্রকল্প। রাজ্যের ১০ কোটি জনসংখ্যার মধ্যে এখন পর্যন্ত ৬ কোটিরও বেশি সংখ্যক মানুষ এই প্রকল্পের সুবিধা নিয়েছেন। সম্প্রতি, ২০২৩ সালের দুয়ারে সরকার ক্যাম্প নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে।

   

একুশে ভোটের পর কেটে গিয়েছে ২ বছর। এরই মধ্যে রাজ্য সরকারের রোল মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে দুয়ারে সরকার প্রকল্প। সম্প্রতি দিল্লীতে আয়োজিত ডিজিটাল ইন্ডিয়া অ্যাওয়ার্ড, ২০২২ এর মঞ্চে দেশের সেরা ৮০০ প্রকল্পের মধ্যে প্ল্যাটিনাম পুরস্কার জিতে নিয়েছে দুয়ারে সরকার প্রকল্প। বিপুল সংখ্যক মানুষ এই প্রকল্পে স্বতঃস্ফূর্ত সাড়া দেওয়ায় এই প্রকল্পকে কেন্দ্র স্বীকৃতি তো দিয়েইছে। এখন বিহার সহ বেশ কিছু রাজ্য বাংলার দেখানো পথেই হাঁটছে।

২০২৩ সালে দুয়ারে সরকার ক্যাম্প কবে অনুষ্ঠিত হবে?

এদিন বৃহস্পতিবার পুরুলিয়া সফরে এসে প্রশাসনিক বৈঠকের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, এখন থেকে প্রতি ৩ মাস অন্তর অন্তর দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হবে। এর আগে ডিসেম্বর, ২০২২ এ শেষবার দুয়ারে সরকার ক্যাম্প বসেছিল স্কুলগুলিতে। মুখ্যমন্ত্রী দুয়ারে সরকারের নির্দিষ্ট কোনো তারিখ উল্লেখ না করলেও ঘোষণা অনুযায়ী আগামী মার্চ-এপ্রিল এর মধ্যেই রাজ্যজুড়ে অনুষ্ঠিত হবে এবছরের প্রথম দুয়ারে সরকার।

আরও পড়ুন: এই স্কলারশিপে রাজ্যের ছাত্রীরা পাবেন ২ হাজার টাকা প্রতিমাসে। আবেদন প্রক্রিয়া জানুন।

দুয়ারে সরকারে কি কি প্রকল্পের সুবিধা মিলছে?

কন্যাশ্রী, রূপশ্রী, জয় জোহর, তফশিলি বন্ধু, খাদ্য সাথী, স্বাস্থ্য সাথী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, কিষাণ ক্রেডিট সহ মোট ২৮ টি পরিষেবা পাওয়া যাচ্ছে দুয়ারে সরকার ক্যাম্পে। বিভিন্ন জাতিগত সার্টিফিকেট, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, লক্ষ্মীর ভান্ডার সহ অন্যান্য আবেদন পত্র এখানে জমা দিলে অনেক কম সময়ের মধ্যে আপনার নথি তৈরি হয়ে যায়।

দিদির সুরক্ষা কবচ:-

দুয়ারে সরকার প্রকল্পের অধীনে একটি নতুন কর্মসূচি দিদির সুরক্ষা কবচ চালু করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দলের নেতা-মন্ত্রী থেকে শুরু করে বিধায়ক, সাংসদ, সর্বস্তরের কর্মীরা গ্রামাঞ্চলে ঘুরে ঘুরে সাধারণ মানুষের অভাব অভিযোগের কথা শুনছেন।

সেখানকারই কোনো এক ব্যক্তির বাড়িতে রাত্রিযাপন করছেন। রাজ্য সরকারের প্রকল্প গুলি দুয়ারে দুয়ারে ছড়িয়ে দিচ্ছেন দিদির দূতেরা। রাজ্যবাসী কোন কোন প্রকল্প থেকে বঞ্চিত হয়েছেন বা প্রকল্পের সুবিধা না পাওয়ার কারণ খতিয়ে দেখে শীর্ষ নেতৃত্ব কে রিপোর্ট পাঠাচ্ছেন তারা।

নতুন প্রকল্প:-

এবার দুয়ারে সরকার ক্যাম্প থেকেই নতুন এক প্রকল্প সূচনা হতে চলেছে। এর নাম দেওয়া হয়ে দুয়ারে ডিএম এসপি বিডিও। এর ফলে রাজ্য সরকারের প্রকল্পগুলির পরিষেবা প্রদান নিয়ে সরাসরি রাজ্যের মানুষের কাছ থেকেই সুবিধা-অসুবিধার কথা শুনছেন জেলার শীর্ষ প্রশাসনিক কর্মকর্তারা। সাধারণ মানুষের মাঝে উপস্থিত হয়ে জনসংযোগ বাড়াতে এবং সরকার ও সাধারণ মানুষের মধ্যে নিবিড় সম্পর্ক গড়ে তুলতেই এই মহতি উদ্যোগ নিয়েছে রাজ্য বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।

Leave a Comment