এবার মাসে দু’বার টাকা পাবেন সরকারি কর্মীরা। কিসের টাকা কেন পাবেন?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ভোটের মুখে ডাবল ধামাকা। এপ্রিল মাসে সরকারি কর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে দ্বিগুণ টাকা। রাজ্য সরকারের তরফে উঠে এলো গুরুত্বপূর্ণ এক্সক্লুসিভ ব্রেকিং আপডেট। কেন এই টাকা দেওয়া হবে? বোনাস নাকি চব্বিশে নির্বাচনের কারণে দুইবার টাকা পাবেন রাজ্যের সরকারি কর্মচারীরা সম্পূর্ণ তথ্য জানতে হলে নিচের সংবাদটি পড়ুন।

   

সম্প্রতি নবান্নের তরফে জানানো হয়েছে এপ্রিল মাসে দুইবার বেতন পাবেন রাজ্যের সরকারি আধিকারিকেরা। এপ্রিল মাসের শুরুতেই তারা একবার বেতন পেয়েছেন। আবার মাসের শেষেও আরেকবার বেতন পাবেন তারা। যদিও এই দ্বিগুণ টাকা পাওয়া তাদের কোনো বাড়তি পাওনা নয় বলে জানিয়েছে রাজ্য সরকার।

উল্লেখ্য, সরকারি নিয়ম অনুযায়ী প্রত্যেক মাসের ২৮ থেকে ৩০ তারিখের মধ্যেই বেতন পেয়ে যান সরকারি কর্মীরা। তবে এবার মার্চ মাসে বেতন ঢুকতে দেরি হয়েছে বলে জানিয়েছেন সরকারি কর্মী। মার্চ মাসের বেতন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে এপ্রিলের ২ তারিখ। আবার এপ্রিল মাসের বেতন এই মাসেরই ২৮-৩০ তারিখের মধ্যে ঢুকবে যার কারণে রাজ্যের সরকারি কর্মীদের ব্যাঙ্কে দুইবার টাকা ঢুকবে!

তবে এতে তেমন খুশি হওয়ার কারণ নেই। কেননা কর্মীদের পারিশ্রমিকের প্রাপ্য টাকাই দিচ্ছে সরকার, কোনও অতিরিক্ত টাকা নয়। তাছাড়া প্রতি বছরই মার্চ মাস ব্যাঙ্কের হিসেব নিকেশের শেষ তারিখ হওয়ায় রাজ্যের সরকারি কর্মীদের বেতন দিতে কিছুটা দেরি হয়। তাই মার্চ মাসের বেতন আঠাশ ত্রিশ তারিখের পরিবর্তে এপ্রিলের ১-৩ তারিখের মধ্যে দেওয়া হয়।

আরও পড়ুনঃ- পোস্ট অফিসের এই স্কিম দিচ্ছে সর্বোচ্চ হারে সুদ। টাকা রাখলে ডবলেরও বেশি লাভ হবে।

double-money-will-be-credited-in-april-2024

প্রসঙ্গত উল্লেখ্য, কেন্দ্র সরকারের অধীনে চাকরিরত সরকারি কর্মীরা সপ্তম বেতন কমিশনের আওতায় ৫০ শতাংশ হারে ডিএ পেলেও ষষ্ঠ বেতন কমিশনের আওতায় রাজ্যের কর্মীরা সেখানে পাচ্ছেন মাত্র ১০ শতাংশ মহার্ঘ্য ভাতা। মে মাস থেকে মূল বেতনের ১৪ শতাংশ হারে DA পাবেন তারা। তবু থেকে যাবে ৩৬ শতাংশ ডিয়ারনেস অ্যালাওয়েন্স এর ফারাক। তারা রাজ্যের ডিএ আন্দোলনরত সংগ্রামী যৌথ মঞ্চের ক্ষোভ এখনই কমছে না।

Job, Scholarship এবং বিভিন্ন সরকারি Prakalpa বা Yojana সম্পর্কে গুরুত্বপূর্ণ ও বিস্তারিত latest Update সবার আগে পেতে আমাদের WhatsApp বা টেলিগ্রাম চ্যানেলে অনুসরণ করুন।

WhatsApp এ জয়েন করুন:- Link

Telegram এ জয়েন করুন:- Link

Facebook এ জয়েন করুন:- Link

Google News এ জয়েন করুন:- Link