সকলকে অবাক করে দিয়ে আরও ২০০ টাকা কমবে এলপিজি সিলিন্ডারের দাম!

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

সবাইকে অবাক করে দিয়ে আরও খানিকটা কমতে চলেছে গার্হস্থ্য রান্নার গ্যাসের দাম। আরও দুইশত টাকা কমতে পারে ডমেস্টিক এলপিজি সিলিন্ডারের মূল্য। একথা সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মিশ্র প্রতিক্রিয়া আমজনতার।

   

গত বছর পুজোর সময় থেকেই গার্হস্থ্য রান্নার গ্যাসের দাম একধাক্কায় অনেকটাই কমিয়েছে কেন্দ্র সরকার। খনিজ তেল কোম্পানিগুলো আপত্তি জানালেও ২০০ টাকা কমানো হয়েছে এলপিজি সিলিন্ডারের দাম। বাণিজ্যিক গ্যাসের দাম ওঠানামা করলেও বিগত বছর আগস্ট থেকে এখনো পর্যন্ত অপরিবর্তিত রয়েছে রান্নার গ্যাসের মূল্য।

সম্প্রতি এক জনসভায় এসে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন, গ্যাসের দাম দুইশো টাকা কমিয়েছে কেন্দ্র সরকার। লোকসভা নির্বাচনের পূর্বে আরও দু’শ টাকা কমাতে পারে বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী আমজনতার উদ্দেশ্যে আরও বলেন, ভোটপর্ব মিটে গেলে আবার রান্নার গ্যাসের মূল্য চড়চড়িয়ে বৃদ্ধি পাবে।

এখন এলপিজি সিলিন্ডারের দাম কমলেও পরবর্তীতে তা হুড়মুড়িয়ে বাড়বে। তখন রান্নার গ্যাসের দাম গ্যাস বেলুনের মতো হয়ে যাবে বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুজোর আগে ১৪.২ কেজি রান্নার গ্যাসের দাম ছিল এগারোশো টাকার আশেপাশে। বর্তমানে কলকাতায় গৃহস্থ এলপিজি সিলিন্ডারের মূল্য ন’শো উনত্রিশ টাকা।

আরও পড়ুনঃ- আধার ভোটার অতীত! সকলকেই করতে হচ্ছে এই কার্ড। কিভাবে করবেন?

domestic-lpg-cylinder-price-decreases

দৈনন্দিন জীবনে রান্নার ক্ষেত্রে এলপিজি সিলিন্ডার একটি অত্যাবশকীয় উপাদান। গ্যাস সিলিন্ডারের দাম কমলে আদতে আমজনতাই উপকৃত হবে। আবার গ্যাসের মূল্য বৃদ্ধি পেলে সমস্যায় পড়বেন সাধারণ মানুষ।

গৃহস্থ রান্নার গ্যাস, ভর্তুকি হীন এলপিজি সিলিন্ডার সংক্রান্ত সমস্তরকম আপডেট পেতে আমাদের টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হবেন।

টেলিগ্রাম:- Link

হোয়াটসঅ্যাপ:- Link