এই স্কলারশিপ এ আবেদন করে ছাত্র ছাত্রীরা পেয়ে যান বার্ষিক দশহাজার টাকা দিয়ে আর্থিক সহায়তা। Digjyoti Charitable Educational Trust প্রত্যেক বছর দুঃস্থ মেধাবী পড়ুয়াদের পড়াশোনার জন্য এই আর্থিক সাহায্য প্রদান করে থাকে। দরিদ্র অথচ পড়াশোনা করতে আগ্রহী পড়ুয়ারা যাতে তাদের ভবিষ্যৎ জীবনে প্রতিষ্ঠিত হতে পারে তার জন্য উক্ত সংগঠনের এই প্রচেষ্টা।
আজ যে স্কলারশিপ সম্বন্ধে আলোচনা করবো সেটি হলো দিগজ্যোতি চ্যারিটেবল এডুকেশন ট্রাস্ট কর্তৃক দেশের বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসা লেখাপড়ায় ভালো গরীব শিক্ষার্থীদের দেওয়া একটি বেসরকারি বৃত্তি। এই আর্থিক সহায়তা পাওয়ার জন্য কারা যোগ্য? কিভাবে আবেদন করতে হয়? আবেদনের জন্য কি কি ডকুমেন্টস প্রয়োজন সমস্ত টা আলোচনা করা হলো আজকের এই প্রতিবেদনে।
কারা কারা আবেদন করতে পারবেন?
উক্ত স্কলারশিপ এ আবেদনের জন্য একজন ক্যান্ডিডেট এর নিম্নলিখিত যোগ্যতা গুলি থাকতে হবে।
১) এই স্কলারশিপে আবেদনের প্রথম ও প্রধান শর্ত হলো আবেদনকারী কে অবশ্যই ভারতীয় হতে হবে।
২) আবেদনকারী কে চলতি বছর মাধ্যমিক পাস করে থাকতে হবে।
৩) আবেদনকারী কে সরকার স্বীকৃত যেকোনো বিদ্যালয়ে একাদশ শ্রেণিতে পাঠরত হতে হবে।
৪) আবেদনকারী কে মাধ্যমিক পরীক্ষায় নব্বই শতাংশ নম্বর পেয়ে পাস করতে হবে।
কত টাকা স্কলারশিপ পাবেন?
এই স্কলারশিপের অধীনে বার্ষিক দশ হাজার টাকা করে দুই বছরে ছাত্র ছাত্রীদের পড়াশোনার জন্য মোট কুড়ি হাজার টাকা বৃত্তি প্রদান করা হয় উক্ত সংস্থার তরফে।
আবেদন পদ্ধতি কি?
Digjyoti Scholarship এ আবেদনের জন্য প্রথমে https://digjyoti.org/2023/07/16/digjyoti-invites-applications-for-scholarships-for-higher-education-during-academic-year-2022-23/ এি পোর্টালে গিয়ে আবেদন পত্রটি ডাউনলোড করে তা সঠিক তথ্য দিয়ে পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টস সহ নিচের ঠিকানায় পাঠাতে হবে।
Address:-
The Digjyoti Chairman, Housing Board Colony, Barramunda, Bhuvneshwar, 751003
আরও পড়ুনঃ- রাজ্যের এই সকল মহিলাদের স্মার্টফোন দেওয়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আবেদনের জন্য দরকারি নথি:-
দিগজ্যোতি স্কলারশিপ এ আবেদনের জন্য নীচে উল্লিখিত ডকুমেন্টস গুলি প্রয়োজন হবে।
১) আবেদনকারীর পরিচয়পত্র আধার কার্ড।
২) কালার পাসপোর্ট মাপের ফটোকপি।
৩) বর্তমান শ্রেণিতে ভর্তির প্রমাণপত্র।
৪) পূর্বের ক্লাসের বার্ষিক পরীক্ষার রেজাল্ট কপি।
৫) পরিবারের বার্ষিক আয়ের সার্টিফিকেট।
৬) প্রার্থীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিবরণ।
আবেদনের লাস্ট ডেট:-
চলতি বছর এই স্কলারশিপ এ আবেদনের ডেডলাইন ছিল ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ অর্থাৎ এিবছর আবেদন প্রক্রিয়া বন্ধ হয়েছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আবার আগামী বছর আবেদন করতে পারবেন।
এমন আরও গুরুত্বপূর্ণ বিভিন্ন স্কলারশিপ সম্বন্ধে বিস্তারিত আপডেট পেতে আমাদের টেলিগ্রাম ও গুগল নিউজ এ অনুসরণ করুন।
গুগল নিউজ:- Link
টেলিগ্রাম গ্রুপ:- Link