ধীরুভাই আম্বানি স্কলারশিপে আবেদন করুন আর পেয়ে যান বার্ষিক ৪১,০০০ টাকা পর্যন্ত।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

যেসকল মেধাবী পড়ুয়া পড়াশোনা করতে আগ্রহী কিন্তু অর্থের অভাবে উচ্চশিক্ষা চালিয়ে যেতে অপারগ তাদের জন্য সরকারি বেসরকারি বিভিন্ন ধরনের স্কলারশিপের খোঁজ দিয়ে থাকি আমরা। আজ উচ্চশিক্ষার জন্য সহায়ক তেমনি একটি স্কলারশিপের খোঁজ নিয়ে এসেছি। এই স্কলারশিপের শিক্ষাগত যোগ্যতা, আবেদন প্রক্রিয়া সম্বন্ধে বিস্তারিত নীচে আলোচনা করা হলো।

   

আজকে আলোচনা করতে চলেছি ধীরুভাই আম্বানি স্কলারশিপ সম্বন্ধে। এটি একটি প্রাইভেট স্কলারশিপ। প্রতিবছর ভারতের টেলিকম সংস্থা Reliance Foundation এর পক্ষ থেকে গরীব মেধাবী পড়ুয়াদের স্নাতক ডিগ্রি সম্পন্ন করার জন্য এই বৃত্তি প্রদান করা হয়ে থাকে। এই স্কলারশিপে আবেদনের জন্য কি কি ডকুমেন্টস প্রয়োজন, আবেদনের শেষ তারিখ এবং বৃত্তির পরিমাণ সম্বন্ধে খুটিনাটি তথ্য জানতে শেষ পর্যন্ত পড়ুন।

বৃত্তির পরিমাণ:-

এই বৃত্তির জন্য নির্বাচিত হলে সম্পূর্ণ স্নাতক কোর্সের (৩/৪/৫ বছরের) জন্য এই বৃত্তি প্রদান করা হয়ে রিলায়েন্স গোষ্ঠীর পক্ষ থেকে।

আরও পড়ুনঃ হঠাৎ করেই ব্লাড প্রেশার বেড়ে বা কমে গেলে কি করবেন?

Course DetailsScholarship AmountCourse Durationa
Science/Arts/Commerce/Law/B.Ed INR 12,500INR 12,5002 TO 5 Years
Biotechnology/Computer Science/Media Studies/Management INR 18,5003 To 4 Years
Agriculture/PharmacyINR 19,0004 Years
EngineeringINR 36,0004 Years
Medical ScienceINR 41,0005 Years

আবেদন যোগ্যতা:-

  • আবেদনকারী কে উচ্চ মাধ্যমিক পাস করে যে কোনো স্নাতক বা ডিপ্লোমা কোর্সে পাঠরত হতে হবে।
  • ৩০ এপ্রিল, ২০২৩ অনুযায়ী প্রার্থীর বয়স ২০ বছরের মধ্যে হতে হবে।
  • পড়ুয়ার পারিবারিক বাৎসরিক আয় সারে চার লাখ টাকার মধ্যে হতে হবে।
  • Physically Challenged পড়ুয়াদের ক্ষেত্রে আয়ের কোনো ঊর্ধ্বসীমা নেই।
  • আবেদনকারীকে Central Board of Secondary Education কিম্বা যেকোনো রাজ্য সরকার স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে পড়াশোনা চালিয়ে যেতে হবে। ICSE বোর্ডের পড়ুয়ারা এই স্কলারশিপের জন্য যোগ্য নয়।
  • আবেদনকারী কে সংশ্লিষ্ট বোর্ডের পরীক্ষায় ১ থেকে ১৫ এর মধ্যে স্থান অর্জন করতে হবে এবং Gujarat, Maharashtra ও Goa রাজ্যের পড়ুয়াদের সংশ্লিষ্ট বোর্ডের পরীক্ষায় ১-১০ এর মধ্যে Rank করতে হবে।

আরও পড়ুনঃ উত্তর পূর্ব ভারতের ১৫ টি দর্শনীয় ভ্রমণ স্থান। মন ভালো করার ঠিকানা ঘুরে আসুন স্বর্গরাজ্য থেকে।

কিভাবে আবেদন করবেন?

ধীরুভাই আম্বানি স্কলারশিপে আবেদনের জন্য Merit List এ থাকা ছাত্র-ছাত্রীদের যোগ্যতার জন্য একটি আবেদন পত্র পাঠিয়ে দেওয়া হয় রিলায়েন্স ফাউন্ডেশন এর পক্ষ থেকে। এই চিঠিতে এই বৃত্তির অনলাইনে আবেদনের জন্য Login ID ও Password দেওয়া হয়ে থাকে। এই Letter পাওয়ার দু’মাসের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

dhirubhai-ambani

অনলাইন আবেদনের জন্য প্রথমে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে লগইন আইডি ও পাসওয়ার্ড দিয়ে Signin করুন। এরপর সমস্ত নির্দেশ ভালোভাবে পড়ে প্রয়োজনীয় নথি সহযোগে অনলাইন আবেদন পত্রটি সতর্কতার সঙ্গে পূরণ করুন এবং দরখাস্ত সাবমিট করুন। কোনোরূপ আবেদন ফি লাগবে না। আবেদনের সময় প্রয়োজনীয় ডকুমেন্টস, আবেদনকারীর ছবি ও সিগনেচার নির্দিষ্ট ফর্ম্যাটে স্ক্যান করে নেবেন। Reliance Foundation আবেদনকারীর জমা দেওয়া তথ্য বিবেচনা করে যোগ্য প্রার্থীকে বৃত্তির জন্য নির্বাচন করে সংশ্লিষ্ট প্রার্থীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্কলারশিপের টাকা দিয়ে থাকে।

আরও পড়ুনঃ পলিটেকনিকে ডিপ্লোমা কোর্সে ভর্তির জেক্সপো২০২৩ পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু?

প্রয়োজনীয় ডকুমেন্টস:-

এই স্কলারশিপে আবেদনের জন্য নিম্নলিখিত ডকুমেন্টস গুলি অনলাইন আবেদনের সময় নির্দিষ্ট ফর্ম্যাটে আপলোড করতে হবে।

  • 12th পাসের মার্কশীট ও সার্টিফিকেট।
  • সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
  • বয়সের প্রমাণপত্র (আধার কার্ড/বার্থ সার্টিফিকেট)।
  • পরিবারের বাৎসরিক আয়ের শংসাপত্র।
  • PH Certificate (যদি থাকে)।
  • ব্যাঙ্ক পাসবইয়ের প্রথম পাতার স্ক্যান আপলোড।

ডেডলাইন:-

প্রতিবছর CBSE ও রাজ্য বোর্ডগুলির বার্ষিক ফলাফল প্রকাশের পর (সাধারণত মে-জুন মাসে) এই স্কলারশিপের নোটিশ প্রকাশ করা হয় রিলায়েন্স গোষ্ঠীর অফিশিয়াল সাইটে।

Official Website:- https://das.reliancefoundation.org/