দেশের ঐতিহ্যপূর্ণ সংস্কৃতির পুনঃসংস্কার ও পুনঃ সংরক্ষণের জন্য এবং জগৎ সভায় ভারতীয় সমাজকে যথাযথভাবে গড়তে দেশের দেশের মানুষদের ৩ লাখ টাকা পর্যন্ত সহায়তা ঋণ প্রদান করবে কেন্দ্র সরকার। নিজের জন্মদিবস ও বিশ্বকর্মা পুজোর তিথি উপলক্ষ্যে দেশবাসীকে বিরাট সুখবর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদরদাস মোদি।
এদিন রবিবার বিশ্বকর্মা পুজোর পুণ্যতিথি তে দিল্লীর দ্বারকায় যশোভূমি তে এক আনুষ্ঠানিক সমাবেশে দেশের কারিগরী শিল্পী ও হস্তশিল্পের সাথে যুক্ত ব্যক্তিদের জন্য এই বিরাট খুশির খবর পেশ করেন নরেন্দ্র মোদি। শহর ও গ্রামাঞ্চলে কারিগরি সম্প্রদায়ের মানুষদের প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা নামে এই নতুন স্কীম টি চালু করেন প্রধানমন্ত্রী।
এই যোজনার সুবিধা পেতে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা অন্ততপক্ষে ১৮ বছর বয়সীরা তথ্য মিত্র কেন্দ্র থেকে কেন্দ্র সরকারের অনলাইন পোর্টালের মাধ্যমে একেবারে বিনামূল্যে নাম রেজিষ্ট্রেশন করাতে পারবেন।
হস্তশিল্পের (কুটিরশিল্প, মৃৎশিল্প ইত্যাদি) সাথে জড়িত ব্যক্তিরা পরিবার প্রতি একজন পিএম বিশ্বকর্মা স্কীমের সুবিধা গ্রহণ করতে পারবেন। এই স্কীমের আওতায় নাম নথিভুক্ত করতে আগ্রহী ব্যক্তিদের প্রথমে প্রফেশনাল স্কিলস ট্রেইনিং দেওয়া হবে। ট্রেনিং চলাকালীন ৫০০ টাকা স্টাইপেন্ড দেওয়া হবে কেন্দ্র সরকারের তরফে। এছাড়াও কারিগরি শিল্পের প্রয়োজনে আসে বিভিন্ন যন্ত্রপাতি কেনার জন্য অতিরিক্ত পনেরো হাজার টাকা দেওয়া হয়।
ভারতবর্ষ জুড়ে বিভিন্ন রাজ্য সহ জাতীয় ক্ষেত্রে বিভিন্ন উৎসব, অনুষ্ঠান আয়োজিত ও অনুষ্ঠিত হয়। সামনেই, দুর্গাপূজা, দশেরা, দীপাবলি, লক্ষ্মী ও কালি পুজো এবং ধনতেরাস। এই উৎসব উপলক্ষ্যে দেশবাসীকে দেশীয়ভাবে উৎপাদিত হস্তশিল্পের (কুটিরশিল্প ও মৃৎশিল্প) মাধ্যমে তৈরি পণ্যের চাহিদা বাড়াতে ভারতবাসী কে আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী। পাশাপাশি দেশীয় জিনিসপত্র কিনে ব্যবহার করার মাধ্যমে দেশের জনতাকে এগিয়ে আসতে বলেন তিনি।
এইভাবে দেশজ জিনিসের উৎপাদন ও ব্যবহার বৃদ্ধির মাধ্যমে দেশের ঐতিহ্যবাহী প্রাচীনতম সংস্কৃতি কে পুনরুজ্জীবিত করতে সাধারণ মানুষ কে উৎসাহ যুগিয়েছেন প্রধানমন্ত্রী নিজে। দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা কারিগর ও শিল্পীদের নিজস্ব ব্যবসা বাড়ানোর জন্য প্রাথমিক ভিত্তিতে ১ লক্ষ টাকা ৫ শতাংশ সুদের হারে ঋণ প্রদান করবে কেন্দ্র। দেড় বছরের মধ্যে টাকা শোধ করতে পারলে, পরবর্তী তে ব্যবসা সম্প্রসারণের জন্য আরও ২ লাখ টাকা পর্যন্ত সহায়তা ঋণ দেবে সরকার।
এমন আরও গুরুত্বপূর্ণ সব খবরের আপডেট পেতে আমাদের Telegram ও Google News এ অনুসরণ করুন।
Telegram:- Link
Google News:- Link