রাজ্যে লাগু হতে চলেছে ৭ম বেতন কমিশন। লাফিয়ে বাড়বে সরকারি কর্মীদের বেতন।

দীর্ঘ প্রতীক্ষার অবসান। এবার রাজ্যে লাগু হতে চলেছে সপ্তম বেতন কমিশন। সিদ্ধান্তে সিলমোহর পড়েছে। রাজ্য সরকারের অনুমোদনের এই কথা জানিয়েছেন খোদ মুখ্যসচিব। রাজ্যে 7th Pay Commission চালু হলে রাজ্য সরকারি কর্মীদের বেতন একেবারে অনেকটাই বৃদ্ধি পাবে। বাড়বে ডিএও। শীঘ্রই নতুন বেতন কমিশন সংক্রান্ত বিস্তারিত ঘোষণা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী।

   

এতদিন ধরে রাজ্যজুড়ে চলছিল ষষ্ঠ বেতন কমিশন। দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীরা বেতন ও মহার্ঘ ভাতা বৃদ্ধির জন্য আন্দোলন করে আসছিলেন। পাশাপাশি সপ্তম বেতন কমিশন চালুর দাবি জানিয়েছিলেন রাজ্যের সরকারি চাকুরিজীবীরা। তারা রাজ্য সরকারের ওপরে ক্রমশ চাপ সৃষ্টি করছিলেন বেতন বৃদ্ধির জন্য। বেতন না বাড়ালে সরকার কে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের হুশিয়ারী দিয়েছিলের আন্দোলনকারীরা।

এদিন সোমবার রাজ্য সরকারি কর্মীদের দাবি মেনে নতুন পে কমিশন লাগু করার আশ্বাস দিয়েছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। নতুন বেতন কমিশন গঠিত হলে সাতাশ দশমিক পাঁচ শতাংশ বেতন বৃদ্ধি পাবে বলে বিশেষ সূত্রে খবর। এর ফলে প্রায় সাত লক্ষাধিক কর্মচারীর বেতন এক ধাক্কায় অনেকটাই বেড়ে যাবে বলে মনে করা হচ্ছে।

রাজ্য সরকার সূত্রে আপডেট, আগামী পয়লা আগস্ট থেকেই নতুন বেতন কমিশন গঠন করা হবে রাজ্যে। উল্লেখ্য, ৭ম বেতন কমিশন গঠিত হলে রাজ্যের কোষাগার থেকে প্রত্যেক বছর অতিরিক্ত সতেরো হাজার চারশো চল্লিশ কোটি টাকা খরচ হবে বলে বিশেষজ্ঞ মহল সূত্রে জানা গিয়েছে।

chief minister is going to declare 7th pay commission

আরও পড়ুনঃ- PM Kisan এর কিস্তি বেড়ে ৮০০০ টাকা হবে। বাজেটের আগে বিস্তর আলোচনা।

প্রসঙ্গত উল্লেখ্য, পশ্চিমবঙ্গ সরকারের সপ্তম বেতন কমিশন গঠন নিয়ে এখনই কোনও আপডেট নেই। মমতা ব্যানার্জির তৃণমূল সরকার বা নবান্ন থেকে নতুন আপডেট জারি করা হলে তা তৎক্ষণাৎ আপনাদের অবগত করা হবে। তারজন্য আমাদের ওয়েবসাইটে নিয়মিত জুড়ে থাকুন বা ভিজিট করুন banglaworld.org ।

এইধরনের সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেলে ফলো করে রাখুন। ধন্যবাদ।

টেলিগ্রাম:- Link

হোয়াটসঅ্যাপ:- Link

গুগল নিউজ:- Link

Like Facebook Page