আধার, ভোটার, প্যান কার্ড অতীত। এখন এই সমস্ত নথি ভুলে এই নতুন কার্ড কে শক্তিশালী করতে প্রাধান্য দিচ্ছে কেন্দ্র সরকার। বাধ্যতামূলকভাবে সকলকেই বানাতে হবে।
আধার কার্ড, ভোটার কার্ড ও প্যান কার্ড এখন অতীত। এইসব ডকুমেন্টস গুলি গুরুত্ব হারাতে বসেছে। তার পরিবর্তে জায়গা নিতে চলেছে নতুন এক কার্ড। নতুন একটি কার্ড কে শক্তিশালী করতে প্রাধান্য দিচ্ছে মোদি সরকার। ভবিষ্যতে সমস্ত রকম সরকারি সুযোগ-সুবিধা পেতে হলে সকলকেই তৈরি করতে হবে এই গুরুত্বপূর্ণ ডকুমেন্টস। দেশের সমস্ত নাগরিক ও বসবাসকারীদের জন্য বাধ্যতামূলক করা হচ্ছে এই নথি। কি সেই কার্ড যার জন্য ব্যস্ততা করছে কেন্দ্র সরকার এবং যে কার্ড না করলে সরকারি সুবিধা পাওয়া যাবে না তথা অন্যান্য সমস্ত কার্ডের তুলনায় বেশি গুরুত্ব পেতে চলেছে এই ডকুমেন্টস -চলুন জেনে নেওয়া যাক।
সম্প্রতি কেন্দ্র সরকার যে গুরুত্বপূর্ণ নথি দেশজুড়ে আপামর জনসাধারণের জন্য লাগু করতে নির্দেশ দিয়েছে এবং যে নথি না থাকলে সরকারি সুযোগ পাওয়া যাবে না এমন তথ্যে তোলপাড় হয়েছে দেশসুদ্ধ লোক তা হলো Digital Birth Certificate। হ্যাঁ ঠিকই শুনেছেন, সকলকেই এই ডিজিটাল জন্ম শংসাপত্র তৈরির জন্য বিল নিয়ে এসেছে কেন্দ্র সরকার। বাধ্যতামূলকভাবে দেশের সকল জনগণকেই এই বিশেষ নথি বানাতে হবে এই সিদ্ধান্তে সিলমোহর দিয়েছে মোদি সরকার।
ইদানিং পার্লামেন্টের উভয় কক্ষে লোকসভা ও রাজ্যসভায় এই বিল পাস করেছে কেন্দ্র। কেন্দ্রের তরফে বিশেষ বিবৃতিতে জানানো হয়েছে, আধার কার্ড, ভোটার কার্ড কিম্বা প্যান কার্ড কে এখন থেকে জন্মের গুরুত্বপূর্ণ নথি/শংসাপত্র হিসেবে দাখিল করা যাবে না। এমনকি আরও বিশেষ কিছু ক্ষেত্রে গুরুত্ব হারাতে বসেছে এই কার্ডগুলি। পরিবর্তে ডিজিটাল বার্থ সাটিফিকেট কে আরও গুরুত্বপূর্ণ ও শক্তিশালী করে তোলার লক্ষ্যে কেন্দ্র সরকার।
জন্ম ও মৃত্যুর নিবন্ধনকৃত নতুন সংশোধিত বিলে জন্মের প্রমাণপত্র/পরিচয়পত্র হিসেবে একমাত্র Digital Birth Certificate কেই একলব্য প্রামাণ্য হিসেবে দাখিল করা যাবে এই সংক্রান্ত বিল ইতিমধ্যেই সংসদের উচ্চ ও নিম্নকক্ষে পাস হয়ে গিয়েছে। ভারতের বিভিন্ন অঙ্গরাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল গুলিতে জন্ম ও মৃত্যুর রেজিষ্ট্রেশন তালিকা ও পরিসংখ্যান সম্পর্কে সঠিক রূপরেখা তৈরির জন্য এই বিরাট পরিবর্তন আনা হচ্ছে বলে জানানো হয়েছে কেন্দ্র মন্ত্রীসভার বৈঠকে।
কেন্দ্রের তরফে আরও জানানো হয়েছে, কেবল জন্ম প্রমাণের প্রামাণ্য দাখিলের জন্য নয়, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে, পাসপোর্ট তৈরিতে, এমনকি আধার-ভোটার-প্যান কার্ড তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নথি হিসেবে এবং আরও গুরুত্বপূর্ণ সরকারি ও অন্যান্য কাজের ক্ষেত্রেও শক্তিশালী নথি হিসেবে এই ডিজিটাল জন্ম সার্টিফিকেট কে প্রামাণ্য হিসেবে দাখিল করা যাবে বলে জানিয়েছেন কেন্দ্র সরকারের এক আধিকারিক।
এমন আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্যের সম্ভার, সরকারি প্রকল্প, ভাতা, পেনশন, স্কলারশিপ, চাকরি এবং নিত্যনতুন খবরের ও দেশ-বিদেশের বিভিন্ন সাম্প্রতিক ঘটনাস্রোত সম্পর্কে প্রতিমুহূর্তে এ টু যেট আপডেট পেতে আমাদের Telegram এ অবশ্যই Follow করুন।
Telegram Channel:- Link