তিনগুণ বেড়ে গেল বিদ্যুতের বিল। মাথায় হাত আমজনতার।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

বেড়ে গেল বিদ্যুতের বিল। এখন বিদ্যুৎ বিল ইউনিট প্রতি ৯ টাকা ২২ পয়সা হয়ে গিয়েছে। আগের তুলনায় প্রায় ৩ গুণ বৃদ্ধি পেল কারেন্টের বিল। সম্প্রতি এমনই আপডেট উঠে এসেছে বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে। বিলের পরিমাণ বাড়ায় কপালে চিন্তার ভাঁজ সাধারণ মানুষের। কেন হঠাৎ বাড়লো ইলেক্ট্রিসিটি বিল? কি জানাচ্ছে রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থা। সাধারণ মানুষই বা কি বলছে?

   

সম্প্রতি বিদ্যুৎ বিল নিয়ে এক বড়ো আপডেট জনসমক্ষে এসেছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক Electricity Bill এ দেখা গিয়েছে উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে বিদ্যুতের বিল। যাকে কেন্দ্র করে হুলস্থুল কান্ড বেঁধে গিয়েছে সমাজ মাধ্যমে। নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক এক বিদ্যুৎ গ্রাহকের অভিযোগ বিদ্যুতের ইউনিট প্রতি দাম অপরিবর্তিত রেখে স্ল্যাবের পরিমাণ কমিয়ে দিয়েছে বিদ্যুৎ বন্টনকারী সংস্থা।

উল্লেখ্য, ওল্ড ট্যারিফে ৭৭ ইউনিট বিদ্যুতের জন্য ৫.০৪ টাকা, পরবর্তী ৫৮ unit এর জন্য ৬.৩৩ টাকা, পরের ৯০ ইউনিটের জন্য ৭.১২ টাকা, নেক্সট ২২৫ ইউনিটের জন্য ৭.৫২ টাকা এবং তারপরের ১৯৬ ইউনিট স্ল্যাবের জন্য ৭.৬৯ টাকা করে বিদ্যুৎ বিল ধার্য করা হতো। সম্প্রতি সামাজিক মাধ্যমে এক ভিডিওতে বিলের নতুন প্ল্যান দেখাচ্ছেন এক বিদ্যুৎ গ্রাহক, যেখানে চুপিসারে সাধারণ মানুষের থেকে বিদ্যুৎ কোম্পানির কায়দা করে অনেকগুণ টাকা মাশুল করার কথা বলছেন তিনি।

সাধারণ মানুষের অভিযোগ, রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থার নিউ ট্যারিফে প্রথম স্ল্যাবে ২৫ ইউনিটের জন্য ৫.০৪ টাকা, এরপরের ১৯ ইউনিট এর জন্য ৬.৩৩ টাকা, পরের ৩০ ইউনিট বিলের জন্য ইউনিট প্রতি ৭.১২ টাকা, নেক্সট ৭৫ ইউনিট বিলের ক্ষেত্রে ৭.৫২ টাকা এবং পরবর্তী ৬৫ ইউনিট স্ল্যাবের জন্য ৭.৬৯ টাকা করে ধার্য করা হবে। যদিও সংবাদমাধ্যমে ছড়ানো বিদ্যুৎ বিল বৃদ্ধি প্রসঙ্গকে বেমালুম পাত্তা দিতে চাইছেন না বিদ্যুৎ বন্টন সংস্থার আধিকারিকেরা।

breaking latest update on electricity price hike 2

আরও পড়ুনঃ- কন্যাশ্রী, রূপশ্রীর ২৫,০০০ তো মিলছেই। পাশাপাশি আরও ১১,০০০ টাকা পাবেন মেয়েরা।

কার্যত এই নতুন ট্যারিফ আসায় বিদ্যুৎ বিলের পরিমাণ একধাক্কায় তিনগুণ বৃদ্ধি পাবে বলে আশঙ্কা করছে ওয়াকিবহাল মহল। এখন বিদ্যুৎ বিল ইউনিট প্রতি ৯.২২ টাকা হয়ে গিয়েছে। ভোটের মধ্যেই কোনোরূপ পূর্ব ঘোষণা ছাড়াই এতগুণ পরিমাণ বিদ্যুতের বিল বৃদ্ধি পাওয়ায় রাজ্য সরকারের রাজনীতিতে সিঁদুরে মেঘ দেখছেন বিশেষজ্ঞ মহলের কর্তাব্যক্তিরা।

রাজ্যের ও কেন্দ্রের বিভিন্ন বিভাগীয় চাকরির খবর, স্কলারশিপ সংক্রান্ত নিউজ এবং নানাবিধ গভর্নমেন্ট প্রকল্পের একেবারে সরাসরি আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম অথবা, গুগল নিউজ এ ফলো করুন। এবং তথ্যটি শেয়ার করুন। ধন্যবাদ।

গুগল নিউজ:- Link

টেলিগ্রাম:- Link

হোয়াটসঅ্যাপ:- Link