ভোটের মুখে বিজেপির জমকালো ম্যানিফেস্টো। কি কি বড়ো ঘোষণা করা হলো ইশতেহারে।

বাংলা নববর্ষের দিন ভারতীয় জনতা পার্টি বিজেপি সরকারের মেনিফেস্টো বা ইশতেহার প্রকাশ করে। আরও বৃহৎ পরিসরে সুবিধা পাবেন দেশের সাধারণ মানুষ। আগামী পাঁচবছরের জন্য জমকালো প্রতিশ্রুতি ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঘটনাক্রমে এদিন ছিল বাসন্তী পূজার মহাষষ্ঠী ও বাবা আম্বেদকরের জন্মজয়ন্তী। প্রধানমন্ত্রী বলেন এমন শুভ মুহূর্তে মা কাত্যায়নী দুই বাহুতে পদ্মফুল ধারণ করেছেন।

সরকার দেশ ও জনগণের উন্নতি ও সেবার জন্য যেসমস্ত প্রতিশ্রুতি ওই ইশতেহারে ঘোষণা করেছেন তার নাম দেওয়া হয়েছে সংকল্পপত্র বা মোদি গ্যারান্টি। একনজরে দেখে নিন বিজেপির ইশতেহার:-

প্রধানমন্ত্রী সাফ জানিয়েছেন, সরকার কোনও দুর্নীতিতে জড়াবে না, কাউকে দুর্নীতি করতেও দেবে না। দুর্নীতিবাজদের বিরূদ্ধে কড়া পদক্ষেপ নেবে সরকার। এক দেশ এক ভোট নীতি চালু করা হবে যাতে লোকসভা, বিধানসভা, পঞ্চায়েত ও পৌরসভা নির্বাচন একেবারে হতে পারে। এতে নির্বাচনী খরচ কমবে। ইলেকট্রনিকসের উৎপাদন ও বিক্রি বৃদ্ধি করবে। সেইসাথে মহাকাশ গবেষণায় বরাদ্দ বৃদ্ধি এবং ডিজিটাল ও সামাজিক পরিকাঠামোগত উন্নয়ন বৃদ্ধি করা সরকারের মূল লক্ষ।

বন্দে ভারত চেয়ার কার এর পাশাপাশি বন্দে ভারত মেট্রো ও স্লিপার কোচের ট্রেন চালু করা হবে। পর্যটন শিল্পের শ্রীবৃদ্ধি ঘটানো হবে। বিশ্বে দেশের সবচেয়ে পুরোনো তামিল ভাষার বিস্তার এবং ২০২৫ এ বিরসা মুন্ডার সার্ধশতবর্ষতম জন্মদিবস জাতীয় স্তরে পালন করা হবে। সাতশোরও বেশি একলব্য আর্টস একাডেমি স্কুলের স্বীকৃতি প্রদান, ভারতকে ফুড প্রসেসিং ও নিউট্রিশন হাব তৈরির জন্য ন্যাচারাল ফার্মিং এর ওপর জোর দেওয়া হবে। উপকৃত হবেন দুই কোটি কৃষক।

পিএম কিষাণ সন্মান নিধি প্রকল্পের সুবিধা প্রদান অব্যাহত থাকবে। ডেয়ারি শিল্প বাড়ানো হবে। মহিলা খেলোয়াড়দের ওপর বিশেষ উন্নয়নে জোর দেওয়া হবে। প্রায় দশ কোটি মহিলাকে আইটি স্কিল শেখানো হবে। এছাড়াও লাখপতি দিদির আওতায় তিন কোটি মহিলাকে বাণিজ্যিক প্রশিক্ষণ দেওয়া হবে। রূপান্তরকারীদের আয়ুষমান ভারত যোজনায় অন্তর্ভুক্ত করা হবে। ঠেলা চালকদের পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত এবং Entrepreneur দের ২০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার।

আরও পড়ুনঃ- রাজ্যে টানা ৪২ দিনের গরমের ছুটি স্কুল গুলিতে। কলেজ-বিশ্ববিদ্যালয়ের কি হবে?

bjp-manifesto-on-behalf-of-narendra-modi-govt

প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনার মাধ্যমে কোটি কোটি পরিবারকে বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা প্রদান করা হবে। পাইপলাইনে গ্যাস দেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী আবাস যোজনায় আরও তিন কোটি পাকা বাড়ি তৈরির আশ্বাস দেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে চালু হতে চলা জনঔষধি কেন্দ্রে ৮০ শতাংশ ছাড়ে ওষুধ প্রদান এবং সত্তর উর্ধ্ব সকল ব্যক্তিকেই আয়ুষমান ভারতের অধীনে পাঁচ লাখ টাকা পর্যন্ত জটিল অসুখের জন্য বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান মোদি গ্যারান্টির অন্তর্ভুক্ত।

আগামী পাঁচবছরের জন্য বিনামূল্যে পুষ্টিযুক্ত রেশন দেওয়া হবে। ইতিমধ্যেই পঁচিশ কোটি মানুষকে দরিদ্র তালিকা থেকে বের করেছে সরকার। মানুষের জীবন মান উন্নয়ন, যুব উন্নয়ন, কর্মসংস্থান বৃদ্ধি সরকারের ইশতেহারে জায়গা পেয়েছে। বিজেপির প্রতি মানুষের আশ্বাস ধরে রাখা, জনজাতির গৌরব বর্ষ এবং সর্বোপরি দেশের গরিব, যুব, কৃষক ও মহিলা শক্তিকে বৃদ্ধি করা সরকারের মূল লক্ষ্য।

স্টেট ও সেন্ট্রাল গভর্নমেন্ট এর বিভিন্ন চাকরি, নানান সরকারি প্রকল্প এবং বিভিন্ন স্কলারশিপ সম্বন্ধে সবরকমের সম্পূর্ণ লেটেস্ট আপডেট বিষয়ে নোটিফিকেশন আগেভাগে পেতে আমাদের সঙ্গে জুড়ে থাকুন।

হোয়াটসঅ্যাপ:- Link

টেলিগ্রাম:- Link

গুগল নিউজ:- Link