চব্বিশে লোকসভা নির্বাচনের আগেই মাস্টারস্ট্রোক মোদি সরকারের। উজ্জ্বলা যোজনার গ্যাসে ৪০০ টাকা ভর্তুকি দিচ্ছে কেন্দ্র সরকার। পাশাপাশি সাধারণ গ্যাস সিলিন্ডারেও ২০০ টাকা ভর্তুকি দিচ্ছে সরকার। ভর্তুকি দিয়েই গ্যাসের দাম একলাফে ১০০০ টাকার নিচে নামিয়ে এনেছে কেন্দ্র। গ্যাসের দাম কমায় ও ভর্তুকির টাকার পরিমাণ বৃদ্ধির জন্য দেশজুড়ে খুশির হাওয়া সাধারণ মানুষের মনে।
২০১৬ তে প্রথম উজ্জ্বলা যোজনার অধীনে গ্রামের মহিলাদের বিনামূল্যে রান্নার গ্যাস প্রদান শুরু করেন মোদি সরকার। এখনো পর্যন্ত প্রায় ১০ কোটি মহিলাকে উজ্জ্বলা যোজনার আওতায় নিয়ে আসা সম্ভব হয়েছে। চেষ্টা চলছে দেশের আরও বেশি সংখ্যক মহিলাদের এই প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত করা।
২০২২ এর মে পর্যন্ত গৃহস্থ LPG গ্যাসের মূল্য ছিল নয়শত ছিয়াত্তর টাকা। তারপর ডোমেস্টিক রান্নার গ্যাসের দাম একলাফে পঞ্চাশ টাকা বৃদ্ধি পেয়ে হাজার টাকার ওপরে গ্যাস সিলিন্ডারের দাম গিয়ে পৌঁছায়। সর্বোচ্চ দেশের বিভিন্ন অঞ্চলে গার্হস্থ্য রান্নার গ্যাসের মূল্য ১১৫১.৫০ টাকা পর্যন্ত পৌঁছায়।
এদিন গ্যাসের মূল্যহ্রাসের আগে পর্যন্ত কোলকাতায় গৃহস্থ রান্নার গ্যাসের দাম ছিল ১১২৯ টাকা, দিল্লীতে এই দাম এগারোশো তিন টাকা, চেন্নাইতে গার্হস্থ্য রান্নার গ্যাসের মূল্য এগারোশো আঠারো টাকা এবং মুম্বইতে রান্নার গ্যাসের দাম ১১০২.৫ টাকা। কেন্দ্রীয় মন্ত্রিসভায় বৈঠকের পরেই দেশজুড়ে Domestic LPG Cylinder এর দাম একেবারে ২০০ টাকা কমানোর সিদ্ধান্ত নিল মোদি সরকার।
আরও পড়ুনঃ- অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের জন্য দুর্দান্ত স্কলারশিপ।
গ্যাস সিলিন্ডারে ভর্তুকি বৃদ্ধি করে গ্যাসের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। উজ্জ্বলা যোজনায় আগে প্রতি বছরে মোট ১২ টি গ্যাস পর্যন্ত ২০০ টাকা করে ভর্তুকি দিত কেন্দ্র সরকার। এবার সেই ভর্তুকি বাড়িয়ে ৪০০ টাকা মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
পাশাপাশি সাধারণ গ্যাসে আগে কোনোরূপ ভর্তুকি না দিলেও এবার থেকে উজ্জ্বলা যোজনা ব্যতীত Normal Gas Cylinder এও ২০০ টাকা করে ভর্তুকি গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়া সিদ্ধান্ত গ্রহণ করেছে কেন্দ্র। ফলত, মূল্য হ্রাসের পর কলকাতায় সাধারণ গৃহস্থ এলপিজি গ্যাস সিলিন্ডারের ১৪.২ কেজির দাম হযেছে ৯২৯ টাকা।
রান্নার গ্যাসের মূল্যহ্রাস ও ভর্তুকির পরিমাণ বাড়ানোয় দেশজুড়ে খুশির জোয়ারে ভাসছেন জনসাধারণ। এমন আরও গুরুত্বপূর্ণ কেন্দ্র ও রাজ্য সরকারের সব ধরনের আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম ও ফেসবুক এ অনুসরণ করুন।
Telegram:- Link
Facebook:- Link