এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। কবে ফলাফল ঘোষণা করা হবে তার দিনক্ষণ জানিয়ে দিল ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল ফর হায়ার সেকেন্ডারি এডুকেশন। সেইসঙ্গে একাদশের পড়ুয়াদের ফলাফল প্রকাশ সংক্রান্তও গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন সংসদ সভাপতি চিরঞ্জীবী ভট্টাচার্য্য। বিজ্ঞপ্তি নোটিশ কি জানালো রাজ্য শিক্ষা দপ্তর।
চলতি বছর ১৬ই ফেব্রুয়ারী রাজ্যজুড়ে শুরু হয়েছে ২০২৪ এর হায়ার সেকেন্ডারি এক্সাম। পরীক্ষা পর্ব শেষ হয়েছে ২৯শে ফেব্রুয়ারী তারিখে। এবছর প্রায় আট লক্ষ পরীক্ষার্থী WBCHSE পরীক্ষায় বসেছিল। পরীক্ষা সম্পন্ন হওয়ার প্রায় একমাস হতে চলেছে। তাই সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন কবে দেবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট?
রাজ্য শিক্ষা দপ্তর সূত্রে খবর, এবং নিয়মমতো পরীক্ষা পর্ব সমাপ্তির তিন মাসের মধ্যে ফলাফল প্রকাশের কথা। সেইমতো মে মাসের শেষের দিকে রেজাল্ট প্রকাশের সম্ভাবনা রয়েছে। আবার ১৯শে এপ্রিল থেকে রাজ্যে শুরু হয়ে যাচ্ছে লোকসভা নির্বাচন। চলবে ১লা জুন পর্যন্ত। নির্বাচনের ব্যস্ততার মধ্যে ফলাফল প্রকাশ বিঘ্নিত হতে পারে। তবে উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশের তারিখ কনফার্ম না হলেও রেজাল্ট প্রকাশিত করার সম্ভাব্য দিনক্ষণ জানিয়েছেন সংসদ সভাপতি।
আরও পড়ুনঃ- হোলিতে বিরাট সুখবর জনসাধারণের জন্য। আরও কমল রান্নার গ্যাসের দাম। বিনামূল্যেই পাবেন!
রেজাল্ট প্রসঙ্গে চিরঞ্জীবী ভট্টাচার্য্য সংবাদমাধ্যমে জানিয়েছেন, আসন্ন মে মাসের দ্বিতীয় সপ্তাহের পরে উচ্চ মাধ্যমিকের ফলাফল সাংবাদিক সম্মেলনে প্রকাশ করতে পারে কাউন্সিল। অন্যদিকে একাদশ শ্রেণির পড়ুয়াদের ফলাফলও খুব শীঘ্রই প্রকাশিত হবে বলে জানিয়েছেন তিনি। একাদশের সকলকেই পাস করানোর চেষ্টা চলছে বলে বিশেষ সূত্রে খবর। যারা পাস করবেন না, স্কুলে অভিভাবক নিয়ে গেলে তাদেরও দ্বাদশ স্তরে উত্তীর্ণ করে দেয়া হবে বলে ওয়াকিবহাল মহল সূত্রে আপডেট।
২০২৪ সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ফলাফল বিষয়ে সমস্ত রকম গুরুত্বপূর্ণ ও নিত্যনতুন পুঙ্খানুপুঙ্খ আপডেট সবার আগে পেতে হলে আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম এ যোগাযোগ করুন। ধন্যবাদ। তথ্যটি উপকারে আসতে পারে এমন ব্যক্তিদের সাথে শেয়ার করুন।
টেলিগ্রাম:- Link
হোয়াটসঅ্যাপ:- Link
গুগল নিউজ:- Link