google.com, pub-7320613554222027, DIRECT, f08c47fec0942fa0 WBSSC -র পর PSC তে আরও বড়ো দুর্নীতির খবর সামনে এলো। অনিশ্চয়তার মধ্যে চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ!

WBSSC -র পর PSC তে আরও বড়ো দুর্নীতির খবর সামনে এলো। অনিশ্চয়তার মধ্যে চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ!

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

এসএসসি এর পরে এবার পিএসসি! রাজ্য স্কুল সার্ভিস কমিশনের পর এবার পশ্চিমবঙ্গ পাব্লিক সার্ভিস কমিশন বা রাজ্য লোকসেবা আয়োগে কর্মী নিয়োগ সংক্রান্ত বড়সড় দুর্নীতি সামনে এলো। যারপরনাই উথাল পাথাল রাজ্য-রাজনীতি। ধোঁয়াশার মধ্যে হাজার হাজার চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ।

লোকসভা নির্বাচনের আবহেই রাজ্যের বিভিন্ন সরকারি নিয়োগের ক্ষেত্রে একের পর এক দুর্নীতি সামনে আসছে। শাসক ঘনিষ্ঠ বিভিন্ন ব্যক্তিদের কাছ থেকে বিপুল অর্থ ও বিস্ফোরক উদ্ধার হচ্ছে। পরপর শিক্ষক ও শিক্ষাকর্মীদের চাকরি বাতিলের খবরে আসমুদ্রহিমাচল উত্তপ্ত বঙ্গের রাজনীতি।

সম্প্রতি ২০১৬ সালের প্রায় ছাব্বিশ হাজার নবম-দশম, একাদশ-দ্বাদশ এবং গ্রুপ সি ও গ্রুপ ডি প্রার্থীর প্যানেল বাতিল করেছে কলকাতা হাইকোর্ট। এর কিছুদিন পূর্বেই ওএমআর কেলেঙ্কারির অভিযোগের পরিপ্রেক্ষিতে ২০১৪ এর প্রায় বিয়াল্লিশ হাজার উচ্চ প্রাথমিকে চাকরিজীবীর চাকরি বাতিলের হুশিয়ারী দিয়েছেন বিচারপতি রাজশেখর মান্থা। সম্প্রতি ২০১৭ সালের প্রাথমিক নিয়োগ নিয়েও বড়সড় অভিযোগ জনসমক্ষে এসেছে।

এদিন কলকাতা উচ্চ আদালতে চাকরিপ্রার্থীরা মামলা করেন, ২০১৭ এর প্রাথমিক শিক্ষক নিয়োগের টেট পরীক্ষার প্রশ্নপত্র পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার একদিন আগেই একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ ‘এক হাতে টাকা দিন এক হাতে চাকরি নিন’ এ ঘোরাফেরা করতে দেখা যায়। সেই অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে ঘটনার তদন্ত ভার সিবিআই কে অর্পণ করেছে মহামান্য হাইকোর্ট।

আরও পড়ুনঃ- আর নয় ৪৫০ টাকায় গ্যাস। এবার গ্যাস সিলিন্ডারের জন্য এক টাকাও খরচ খরচ করতে হবে না।

big-update-about-food-si-exam-after-wbssc-job-cancellatoin

স্বাভাবিকভাবেই দিনকে দিন, ঘনঘন ও পরপর চাকরি বাতিলের ঘটনায় চাকরিপ্রার্থী ও চাকরিজীবী উভয়ের ভবিষ্যৎ ঘিরে অনিশ্চয়তা।

স্কুল সার্ভিস কমিশন, পাব্লিক সার্ভিস কমিশন, UPSC, কেন্দ্রীয় স্টাফ সিলেকশন কমিশন এবং কলেজ সার্ভিস কমিশন সম্পর্কে খুটিনাটি আপডেট সবার আগে পেতে আমাদের নিচের চ্যানেলে জয়েন করুন।

গুগল নিউজ:- Link

টেলিগ্রাম:- Link

হোয়াটসঅ্যাপ:- Link

ফেসবুক:- Link