google.com, pub-7320613554222027, DIRECT, f08c47fec0942fa0 সরকারের যাখুশি নিয়ম চলবে না জানিয়ে দিল হাইকোর্ট। ওবিসি সার্টিফিকেট বাতিল নিয়ে সাফাই হাইকোর্টের।

সরকারের যাখুশি নিয়ম চলবে না জানিয়ে দিল হাইকোর্ট। ওবিসি সার্টিফিকেট বাতিল নিয়ে সাফাই হাইকোর্টের।

সরকারের যেমন খুশি তেমন নিয়ম আর চলবে না। এদিন কড়া রায়দান করে জানিয়ে দিল কলকাতা উচ্চ আদালত। আদার ব্যাকইয়ার্ড ক্লাসেস বা OBC সার্টিফিকেট নিয়ে বড়ো গুরুত্বপূর্ণ আপডেট সামনে এলো। নির্বাচনের মুখে কেন প্রচুর সংখ্যক ওবিসি শংসাপত্র বাতিল হলো? উঠে এলো আসল তথ্য? সার্টিফিকেট বাতিলের পেছনে কি যুক্ত রাজ্য উচ্চ আদালতের? জানুন সবটা।

সম্প্রতি ২০১০ সালের পরে রাজ্য সরকারের ইস্যু করা সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করে দেয় কলকাতা হাইকোর্ট। ওই সমস্ত সার্টিফিকেট ২০১২ সালের নিয়ম অনুযায়ী দেওয়া হয়েছে তবে তা সংবিধানের ১৯৯৩ সালের আইনকে লঙ্ঘন করে রাজ্য সরকার শংসাপত্র প্রদান করায় এদিন সমস্ত সার্টিফিকেট নাকচ করে দিল Calcutta High Court।

ওই সমস্ত সার্টিফিকেট বাতিল বলে গণ্য হলেও পূর্বে এই সার্টিফিকেটের সুবিধা নিয়ে যারা শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সুবিধা নিয়েছেন, তাদের ওপর কোনোরূপ প্রভাব পড়বে না বলেই জানিয়েছে রাজ্য উচ্চ বিচারালয়। তবে নতুনভাবে আর কেউ উক্ত সার্টিফিকেট এর আওতায় সংরক্ষণের সুবিধা পাবেন না বলে সাফ জানানো হয়েছে।

রাজ্যে ওবিসি ক্যান্ডিডেট এর সংখ্যা দিনকে দিন বেড়েই চলেছে। দেখা গেছে, চাকরি ও শিক্ষা ক্ষেত্রে জেনারেল প্রার্থীদের তুলনায় ওবিসি প্রার্থীদেরই বেশি সংখ্যক আসন ফাঁকা থাকছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আদালতে মামলা করেন বেশ কিছু প্রার্থী। সেই মামলার পরিপ্রেক্ষিতে এই রায় শোনালো রাজ্য উচ্চ আদালত।

big announcement on 37 category obc certificate cancellation

আরও পড়ুনঃ- LPG সিলিন্ডার এর কালোবাজারি বন্ধ করবে সরকার। না জানলে গ্যাসের ভর্তুকি বন্ধ হবে।

রায় প্রসঙ্গে হাইকোর্টের বিচারপতির যুক্তি, রাজ্য সরকার তাদের ভোটব্যাংক ভরাতে সংখ্যালঘুদের বেআইনিভাবে ওবিসি শংসাপত্র দিয়ে চলছিল। উল্লেখ্য, রাজ্যের মোট সাঁইত্রিশ টি সম্প্রদায় কে ওবিসি তালিকাভুক্ত থেকে অপসারণ করেছে মহামান্য বিচারপতি রাজশেখর মান্থা যার বেশিরভাগই মুসলিম সম্প্রদায়ের। নিজের স্বার্থ রক্ষার্থে যেমন খুশি তেমন নিয়ম প্রণয়ন বা মুসলিম সম্প্রদায় তোষামোদ চলবে না বলে কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের। এই রায়দানের পরেই নড়েচড়ে বসেছে রাজ্য প্রশাসন।

এমন আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ খবরের লেটেস্ট ও a to z আপডেট সবার আগে পেতে হলে আমাদের টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ, ফেসবুক ও গুগল নিউজ এ অনুসরণ করতে পারেন।

টেলিগ্রাম:- Link

হোয়াটসঅ্যাপ:- Link

গুগল নিউজ:- Link