সামনেই রয়েছে দুয়ারে সরকার ক্যাম্প। মহিলারা একইসঙ্গে পাবেন দুটি প্রকল্পের টাকা।

কিছুদিন পরেই ফের অনুষ্ঠিত হবে পশ্চিমবঙ্গ সরকার প্রবর্তিত দুয়ারে সরকার ক্যাম্প। এই ক্যাম্পের প্রকল্পে আবেদন করলে রাজ্যে বসবাসকারী মহিলারা পাবেন একইসাথে দুটি প্রকল্পের টাকা। প্রত্যেক মাসে ব্যাংক অ্যাকাউন্টে আসবে ডাবল ডাবল টাকা। এর জন্য কোন প্রকল্পে আবেদন করতে হবে বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়তে বলা হচ্ছে।

   

সামনেই রয়েছে দুয়ারে সরকার ক্যাম্প। রাজ্যের সাধারণ মানুষদের সরকারি বিভিন্ন পরিষেবা যেমন- কাস্ট সার্টিফিকেট, লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, জয় জোহর, শিক্ষাশ্রী, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, তপশিলি বন্ধু, মানবিক ভাতা সহ একাধিক জনকল্যাণমুখী প্রকল্পের আবেদন, সংশোধন ও পরিষেবা প্রদান সংক্রান্ত বিভিন্ন সার্ভিস মানুষের দুয়ারে আরও সহজ করে বললে জনসাধারণের হাতের নাগালে পৌঁছে দিতে দুয়ারে সরকার ক্যাম্প পরিষেবা চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার।

এই দুয়ারে সরকার ক্যাম্প থেকে কোনও সরকারি প্রকল্প বা স্কলারশিপ বা অন্যান্য উপভোক্তা বিষয়ক কোনও কিছুর জন্য আবেদন করলে সেই প্রক্রিয়া চটজলদি সম্পন্ন করা হয়।যা আর অন্য কোনও ভাবে ব্লক অফিসে গিয়ে তাড়াতাড়ি সম্পন্ন হয় না। তাই দিনকেদিন দুয়ারে সরকার ক্যাম্প পরিষেবা সহ এই ক্যাম্প হতে প্রদেয় প্রকল্প গুলি বিস্তর জনপ্রিয়তা লাভ করেছে।

লোকসভা নির্বাচনের পূর্বে এপ্রিল মাসে শেষবার দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হয়েছিল। রাজ্য সরকার এখন প্রত্যেক তিনমাস অন্তর অন্তর রাজ্যজুড়ে এই ক্যাম্প বসানোর সিদ্ধান্ত নিয়েছে সাধারণ মানুষের কাছে খুব দ্রুত পরিষেবা পৌঁছে দিতে এবং পরিষেবা প্রক্রিয়া এবং প্রদানের সরলীকরণ করতে। বিভিন্ন মাধ্যম সূত্রে আপডেট উঠে আসছে, চলতি জুলাই মাসের দ্বিতীয় কিম্বা তৃতীয় সপ্তাহ থেকে আবারও দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হতে চলেছে রাজ্যে। সেখানে মানুষের বিভিন্ন সরকারি প্রকল্প নিয়ে অভিযোগ-অনুযোগ শুনবেন সরকারি প্রতিনিধিরা।

আরও পড়ুনঃ- চাষিদের সাহায্য সরকারের। এই প্রকল্পে আবেদন করলে পাবেন ৪০,০০০ টাকা।

besides-widow-scheme-you-will-get-benefit-of-this-scheme

প্রসঙ্গত উল্লেখ্য, নির্বাচনের পূর্বে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাসিক ভাতার পরিমাণ তফশিলিদের জন্য ২০০ টাকা এবং জেনারেল মহিলাদের জন্য ৫০০ টাকা বাড়িয়েছে রাজ্য সরকার। তাছাড়া প্রত্যেক বছরই রাজ্যের যেসকল মেয়ারা ২৫ বছরে পদার্পণ করছেন তারা লক্ষ্মীর ভান্ডারে আবেদন জানানোর মানদন্ডের জন্য উপযুক্ত হচ্ছেন।

জানিয়ে রাখা ভালো, এখন একটি স্বাস্থ্য সাথী কার্ড দিয়েই সেই কার্ডের অধীনে থাকা একই পরিবারের সমস্ত উপযুক্ত মহিলা লক্ষ্মীর ভান্ডারে আবেদন জানাতে পারবেন। পাশাপাশি রাজ্য সরকার আগেই ঘোষণা করে দিয়েছে, যেসকল মহিলা বিধবা ভাতা পাচ্ছেন, তারা ১,০০০ টাকা মাসিক বিধবা ভাতার পাশাপাশি ১০০০ অথবা ১২০০ টাকা করে লক্ষ্মীর ভান্ডারের টাকাও পাবেন। তাই যেসকল উইডো মহিলা এখনো লক্ষ্মীর ভান্ডারে আবেদন করেননি, তারা প্রতি মাসে দ্বিগুণ টাকা পেতে আসন্ন দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে অতি শীঘ্রই এই প্রকল্পের জন্য আবেদন করে ফেলুন।

রাজ্য সরকারের সমস্ত প্রকল্প, কেন্দ্র সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ যোজনা সংক্রান্ত এ টু যেট আপডেট সবার আগে পেতে হলে আজই যুক্ত হোন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। ধন্যবাদ। উপযোগী মনে হলে তথ্টি শেয়ার করুন।

টেলিগ্রাম:- Link

গুগল নিউজ:- Link

হোয়াটসঅ্যাপ:- Link

Like Facebook Page