২০২২-‘২৩ শিক্ষাবর্ষে কলেজে ভর্তি নিয়ে বিরাট ঘোষণা। রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয় গুলিতে নতুন জাতীয় শিক্ষানীতি এবছর থেকেই কার্যকর হতে চলেছে। এবার থেকে স্নাতকে ভর্তির জন্য বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ে আর আলাদা করে আবেদন করতে হবে না। কেবল একটি কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে সর্বোচ্চ পাঁচটি কলেজে আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। রাজ্যের বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত দূর্নীতি কমাতেই এই সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজ্য সরকার। তবে কেন্দ্রের চার বছরের গ্র্যাজুয়েশন শিক্ষানীতি রাজ্যজুড়ে লাগু করার জন্য মুখ্যমন্ত্রী চূড়ান্ত সিলমোহর ও সবুজ সংকেতের জন্য অপেক্ষা করছে রাজ্য উচ্চ শিক্ষা দপ্তর।
গত বছরই নতুন National Education Policy বা জাতীয় শিক্ষানীতি -র সূচনা করে কেন্দ্রীয় সরকার। তবে গেল বৎসর রাজ্যের শিক্ষা ব্যবস্থার পরিকাঠামোগত অপ্রস্তুতির কারণে নতুন জাতীয় শিক্ষানীতি রাজ্যে চালু করতে পারেনি রাজ্য সরকার। তবে এবার কেন্দ্রের এই চার বছরের স্নাতক শিক্ষা ব্যবস্থার নতুন নীতি বাংলায় শুরু করতে চলেছে রাজ্য সরকার। পাশাপাশি রাজ্যের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কোর্সে ভর্তির জন্য একটি মাত্র পোর্টালের মাধ্যমেই আবেদন করতে হবে ছাত্র ছাত্রীদের বলে জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
আরও পড়ুনঃ- স্বামী বিবেকানন্দ স্কলারশিপে কোন কোর্সে ও কোন ক্লাসে কত টাকা পাবেন বিস্তারিত জানুন।
এদিন শনিবার রাজ্যে জাতীয় শিক্ষানীতি চালু প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নে শিক্ষামন্ত্রী বলেন, এবার থেকেই রাজ্যের বিভিন্ন কলেজে স্নাতকে ভর্তি এবং চার বছরের গ্র্যাজুয়েশন দুটি নীতিই গ্রহণ করা হবে এবং তার জন্য প্রয়োজনীয় পরিকাঠামো তৈরিও করেছে রাজ্য সরকার। ২০২৩ এ নতুন নিয়মে কলেজে ভর্তি নিয়ে উচ্চ শিক্ষা দপ্তর-বিকাশ ভবন থেকে গেজেট নোটিশ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এবছর থেকে কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য কেবল একটি মাত্র ফর্ম ফিলাপ করতে হবে। স্টুডেন্ট রা কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে কোন কলেজে কি কোর্স রয়েছে এবং কটি সিট রয়েছে সমস্ত কিছু জানতে পারবেন।
আরও পড়ুনঃ- আবেদন করুন প্রধানমন্ত্রী কিষাণ সন্মান নিধি যোজনায় এবং পেয়ে যান বার্ষিক ৬ হাজার টাকা।
রাজ্য উচ্চ শিক্ষা দপ্তর পরিচালিত কেবল একটি সেন্ট্রাল ওয়েবসাইটে গিয়ে কাউন্সিলের মাধ্যমে নির্দিষ্ট কলেজে ভর্তি হতে পারবেন ছাত্র ছাত্রীরা। পাশাপাশি EWS সার্টিফিকেট যাদের রয়েছে তাদের জন্য সুখবর। এবার থেকে কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রেও Economical Weaker Section শ্রেণীর পড়ুয়ারা সংরক্ষণের সুবিধা পাবেন।
কলেজে ভর্তি সংক্রান্ত ও স্কলারশিপ বিষয়ে এমন সব গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল ও হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করুন।
টেলিগ্রাম চ্যানেল:- Link
হোয়াটসঅ্যাপ গ্রুপ:- Link