মহিলা সমৃদ্ধি প্রকল্পে আবেদনের মাধ্যমে ত্রিশ হাজার টাকার সুবিধা পাচ্ছেন রাজ্যের মহিলারা? এই প্রকল্পে কারা আবেদন করতে পারবেন? আবেদনের জন্য কিরকম যোগ্যতা প্রয়োজন? এই প্রকল্পে আবেদন করতে আগ্রহী প্রার্থীরা কোথায়, কিভাবে আবেদন করবেন? আবেদনের জন্য কি কি ডকুমেন্টস প্রয়োজন? বিস্তারিত জানতে নিম্নের সম্পূর্ণ প্রতিবেদন শেষ পর্যন্ত পড়ুন।
রাজ্যের মহিলাের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলার উদ্দেশ্যে মেয়ে ও মহিলাদের একাধিক সুবিধা প্রদান করে আসছে রাজ্য সরকার। কন্যাশ্রী, লক্ষ্মীর ভান্ডারের মতো জনদরদি প্রকল্পের সূচনা করেছে পশ্চিমবঙ্গ সরকার। এবার আরও একধাপ এগিয়ে রাজ্যের মহিলাদের স্বনির্ভর করে তোলার লক্ষ্যে মহিলা সমৃদ্ধি যোজনা চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কি কি সুযোগ সুবিধা পাবেন?
এই প্রকল্পের অধীনে ব্যাবসা শুরু করা ও ব্যবসা (কুটির শিল্প) বাড়ানোর জন্য সর্বোচ্চ ৩০,০০০ টাকা পর্যন্ত লোন দিয়ে থাকে সরকার। এর মধ্যে ১০,০০০ টাকা পর্যন্ত ৫০ শতাংশ ছাড় বা ভর্তুকি পাবেন অর্থাৎ এই টাকা শোধ দিতে হবে না। অবশিষ্ট টাকা শোধ করতে হবে ৩-৪ শতাংশ সুদ সমেত। ত্রৈমাসিক হিসেবে কিস্তিতে টাকা শোধ করার সুযোগ পাবেন। লোন শোধের সময়সীমা তিন বছর।
কারা আবেদন করতে পারবেন?
উক্ত প্রকল্পে আবেদনের জন্য আবেদনকারীদের নিম্নলিখিত যোগ্যতা গুলি থাকতে হবে।
১) আবেদনকারীর বয়স আঠারো থেকে পঞ্চাশ বছরের মধ্যে হতে হবে।
২) যিনি আবেদন করবেন, তার পরিবারের বাৎসরিক ইনকাম দেড় লক্ষ টাকার মধ্যে হতে হবে।
৩) আবেদনকারী মহিলাকে অবশ্যই তপশিলি জাতি, তপশিলি উপজাতি বা ওবিসি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হতে হবে।
কি কি নথি প্রয়োজন?
মহিলা সমৃদ্ধি যোজনায় আবেদনের সময় আবেদনকারীর নিচের ডকুমেন্টস গুলি প্রয়োজন হবে।
১) আবেদনকারী মহিলার আধার কার্ড।
২) আবেদনকারীর জাতিগত শংসাপত্র।
৩) যিনি আবেদন করবেন তার পরিবারের বার্ষিক আয়ের সার্টিফিকেট (মিউনিসিপালিটি চেয়ারম্যান বা পঞ্চায়েত প্রধান কর্তৃক প্রদত্ত)।
৪) ১০ টাকা মূল্যের নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপার।
৫) আবেদন করতে ইচ্ছুক প্রার্থীর ব্যাংক অ্যাকাউন্ট ডিটেইলস।
আরও পড়ুনঃ- আধার কার্ডের জন্ম তারিখ আর চলবে না। বড়ো আপডেট UIDAI এর। জারি সার্কুলার। আসছে নতুন আইন।
কোথায় আবেদন করবেন?
এই প্রকল্পে আগ্রহী মহিলাদের ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের অফিসে (BDO Office) গিয়ে SC, ST ও OBC বিভাগে গিয়ে আবেদন করতে হবে। এরপর এই আবেদনপত্র WBSCSTOBCFCT কলকাতা অফিসে পাঠানো হবে অনুমোদনের জন্য। সেখান থেকে অনুমোদন দিলেই এই প্রকল্পে সুবিধা পাবেন রাজ্যের মহিলারা।
রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প সম্বন্ধে সবধরনের বিস্তারিত সর্বশেষ আপডেট সবার আগে পেতে হলে আমাদের সামাজিক মিডিয়া গ্রুপে যুক্ত হয়ে নিন।
টেলিগ্রামে যুক্ত হোন:- Link
হোয়াটসঅ্যাপে যুক্ত হোন:- Link