শিক্ষার্থী পড়ুয়াদের বার্ষিক ১ লক্ষ টাকা বৃত্তি দিচ্ছে এই তথ্যপ্রযুক্তি সংস্থা। কি কি ডকুমেন্টস প্রয়োজন?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

বিদ্যার্থী পড়ুয়াদের বছরে ১ লাখ টাকা পর্যন্ত স্কলারশিপ দিচ্ছে দেশের অন্যতম বড়ো তথ্যপ্রযুক্তি সংস্থা Infosys। দু:স্থ মেধাবী পড়ুয়াদের ভবিষ্যৎ জীবনে সুপ্রতিষ্ঠিত হতে লেখাপড়ার জন্য প্রত্যেক বছর এই আর্থিক সহায়তা করে থাকে ইনফোসিস সংস্থা। এই বৃত্তি পাওয়ার জন্য কিরকম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকতে হবে? আগ্রহী প্রার্থীরা কিভাবে আবেদন করবেন? আবেদনের জন্য কি কি ডকুমেন্টস প্রয়োজন বিস্তারিত জানুন আজকের এই প্রতিবেদনে।

   

দরিদ্র অথচ মেধাবী পড়ুয়ারা যাতে কেবল অর্থের অভাবে তাদের উচ্চশিক্ষা লাভ থেকে বঞ্চিত না হয় তার জন্য নিত্যদিনই কোনো না কোনও স্কলারশিপের খোঁজ দেওয়া হয় আমাদের ওয়েবসাইটে। শুধু তাই নয়, স্কলারশিপ গুলির আবেদন প্রক্রিয়া, প্রয়োজনীয় যোগ্যতা ও দরকারি ডকুমেন্টস সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হয়ে থাকে এই পোর্টালে। পড়ুয়াদের বিশেষত ছাত্রীদের বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিষয়ে শিক্ষাগ্রহণে উদ্বুদ্ধ করার জন্যই এই বৃত্তি দেওয়ার মূল উদ্দেশ্য ওই সংস্থার।

স্কলারশিপে আবেদনের জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া:-

ইনফোসিস স্কলারশিপে আবেদনের জন্য নিম্নলিখিত যোগ্যতাগুলি প্রয়োজন।

১) আবেদনকারী কে অবশ্যই ইন্ডিয়ান হতে হবে।
২) আবেদনকারী শিক্ষার্থী কে সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, গণিত বা বা প্রযুক্তি বিষয়ে স্নাতক কোর্সে পাঠরত হতে হবে।
৩) আবেদনকারী কে UGC/AICTE/NMC স্বীকৃত বা National Institute Rank Framework স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করে থাকতে হবে।
৪) আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় আট লক্ষ টাকার কম হতে হবে।
৫) কেবল মেয়ে পড়ুয়ারাই এই স্কলারশিপের জন্য আবেদন জানাতে পারবেন।
৬) যে কোর্সে এই বৃত্তির জন্য আবেদন করবেন, তার পূর্ববর্তী কোর্সে কমপক্ষে ৭ সিজিপিএ হারে নম্বর পেয়ে উত্তীর্ণ হতে হবে।

কিভাবে বৃত্তির জন্য আবেদন করবেন?

এই স্কলারশিপ এ আবেদন করার জন্য বিদ্যার্থী কে https://apply.infosys.org/foundation/ এই অফিশিয়াল পোর্টালে গিয়ে প্রথমে রেজিষ্ট্রেশন করাতে হবে। এরপর উক্ত পোর্টালে স্কলারশিপের আবেদন পত্রটি পূরণ করে, প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করবেন। অ্যাপ্লিকেশন সাবমিটের পূর্বে সমস্ত তথ্য একবার যাচাই করে নেবেন।

আরও পড়ুনঃ- পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক পড়ুয়াদের দিচ্ছে ৪০,০০০ টাকা স্কলারশিপ। কিভাবে আবেদন করবেন?

আবেদনের জন্য দরকারি নথি:-

Infosys Scholarship 2023 এ আবেদনের সময় নিচের নথিগুলো সঙ্গে রাখতে হবে।

১) ন্যাশনাল আইডেন্টিটি কার্ড।
২) পাসপোর্ট মাপের কালার ফটো।
৩) নতুন কোর্সে ভর্তির Receipt।
৪) পরিবারের বাৎসরিক আয়ের প্রমাণপত্র।
৫) ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেইলস।
৬) বিদ্যুৎ বিলের রসিদ।

এমন বিভিন্ন স্কলারশিপ সম্বন্ধে আরও গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ গ্রুপ এ জয়েন করুন।

Telegram:- Link

হোয়াটসঅ্যাপ:- Link