google.com, pub-7320613554222027, DIRECT, f08c47fec0942fa0 আর নয় ১০০০-১২০০! পরিবার প্রতি ৭,৫০০ টাকা। বিস্ফোরক বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি।

আর নয় ১০০০-১২০০! পরিবার প্রতি ৭,৫০০ টাকা। বিস্ফোরক বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি।

হাজার কিম্বা বারোশো টাকা নয়। পরিবার প্রতি সাত হাজার পাঁচশত টাকা দেওয়ার পরামর্শ। লক্ষ্মীর ভান্ডার নিয়ে বিস্ফোরক বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কি জানালেন তিনি?

আর নয় লক্ষ্মীর ভান্ডারের ১,০০০ বা ১,২০০ টাকা। প্রথমে পরিবার প্রতি ৭,৫০০ টাকা দেওয়ার পরামর্শ ছিল, তমলুকের জনসভা থেকে এমনই বড়ো তথ্য সামনে আনেন এবারের তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী তথা প্রাক্তন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি।

উল্লেখ্য, বাংলার জনপ্রিয় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের প্রত্যেক মাসে ১,০০০ ও ১,২০০ টাকা করে দিয়ে থাকে রাজ্য সরকার। তবে অভিজিৎ বাবুর দাবি, প্রাক্তন প্রেসিডেন্সি কলেজের ছাত্র তথা অর্থনীতিবিদ প্রণব বর্ধন সর্বপ্রথম বাংলার পরিবার প্রতি মাসিক সাত হাজার টাকা পেনশন দেওয়ার সুপারিশ করেন।

তিনি দীর্ঘ বছর ধরে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক পদে কর্মরত ছিলেন এবং বর্তমানে তিনি একজন অশীতিপর বৃদ্ধ। অভিজিৎ বাবুর অভিমত, বর্তমান রাজ্য সরকার প্রণববাবুর সেই আইডিয়া কে চুরি করে বর্তমানে লক্ষ্মীর ভান্ডারে যৎসামান্য টাকাই অনুদান হিসেবে দিচ্ছে।

abhijit-gangulys-speech-about-inr-7500-benefit-for-each-family

আরও পড়ুনঃ- WBSSC -র পর PSC তে আরও বড়ো দুর্নীতির খবর সামনে এলো। অনিশ্চয়তার মধ্যে চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ!

এদিনের জনসভায় তিনি আরও বলেন, রাজ্য সরকার কোনও ব্যক্তিগত তহবিল থেকে এই টাকা দিচ্ছে না বা দয়া করছে না। এই টাকা জনগণের টাকা এবং বাংলার মানুষের ট্যাক্সের টাকা। ইদানীং বিভিন্ন মামলায় আদালতের রায়ে রাজ্য সরকারের একাধিক দুর্নীতি সামনে এসেছে। পাশাপাশি নির্বাচনী প্রচারে ও জনসভায় ভাষণ দিতে গিয়ে বর্তমান রাজ্য সরকার কে তীব্র কটাক্ষ ও নিন্দা বাণে বিদ্ধ করেন অভিজিৎ বাবু।

লক্ষ্মীর ভান্ডার সহ সরকারি বিভিন্ন প্রকল্প সম্বন্ধে নিত্যনতুন ও বিস্তারিত লেটেস্ট আপডেট সবার আগে জানতে হলে নিচের লিঙ্ক এর মাধ্যমে আমাদের সামাজিক মাধ্যম গ্রুপে যুক্ত হন। ধন্যবাদ। পারলে তথ্যটি শেয়ার করুন।

টেলিগ্রাম:- Link

হোয়াটসঅ্যাপ:- Link

গুগল নিউজ:- Link