উপহারের বন্যা। লক্ষ্মীর ভান্ডার বেড়ে হাজার, ডিএ নিয়ে বড়ো ঘোষণা মমতা সরকারের।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

উপহারের বানভাসি। রাজ্য বাজেট নিয়ে বড়ো খুশির আপডেট দিল রাজ্য সরকার। বাংলার মহিলাদের লক্ষ্মীর ভান্ডার, মহার্ঘ ভাতা, বাড়িয়ে দেওয়ার ঘোষণা করলো নবান্ন। এছাড়া সিভিক পুলিশ, কর্মশ্রী প্রকল্প এবং সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি ও নতুন প্রকল্পের সুবিধা ও কার্যকর করার ঘোষণা নিয়ে বিরাট গুরুত্বপূর্ণ আপডেট পড়ুন নিচের প্রতিবেদনে।

   

সদ্য রাজ্য বাজেট পেশ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। আর এবারের অর্থ বাজেটে বিভিন্ন প্রকল্প কে উপহারের বন্যায় ঢেলে সাজিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। লক্ষ্মীর ভান্ডার সহ ডিএ ও রাজ্যের একশো দিনের কাজের টাকার পরিমাণ বাড়িয়ে দিয়েছে সরকার। চব্বিশে লোকসভা নির্বাচনের পূর্বে রাজ্য সরকারের আরও একাধিক প্রকল্পে মাস্টারস্ট্রোক মুখ্যমন্ত্রী মমতার।

পয়লা ফেব্রুয়ারী কেন্দ্রীয় বাজেট পেশ করেছে মোদি সরকার। কেন্দ্রের বাজেটে সেরকম বড়ো কোনও চমক না থাকলেও রাজ্য সরকারের বাজেটে বেজায় খুশি আমজনতা। ডিএ কতটা বাড়ানো হয়েছে? লক্ষ্মীর ভান্ডারে টাকার পরিমাণ কতটা বাড়লো? গ্রুপ সি ও ডি কর্মীদের বেতন কতটা বাড়লো তা একনজরে জেনে নিন।

রাজ্য বাজেটের সবার প্রথমেই খুশির আপডেট, লক্ষ্মীর ভান্ডারে বরাদ্দ বৃদ্ধির পাশাপাশি লক্ষ্মী ভাতার মাসিক টাকার পরিমাণ বৃদ্ধি করেছে রাজ্য সরকার। তপশিলি মহিলাদের ক্ষেত্রে ১,০০০ থেকে বেড়ে ১,২০০ এবং সাধারণ মা বোনেদের জন্য এই প্রকল্পে টাকার পরিমাণ ৫০০ থেকে সরাসরি হাজার টাকা পর্যন্ত বৃদ্ধির করেছে বঙ্গ সরকার।

১০ শতাংশ ডিএ ঘোষণার পরে আরও ৪ শতাংশ ডিএ বৃদ্ধি করেছে তৃণমূল কংগ্রেস সরকার। চলতি বছর মে মাস থেকে এই বাড়তি ডিএ পাবেন সরকারি কর্মীরা। রাজ্য সরকারে গ্রুপ সি কর্মীদের বেতন যথাক্রমে তিন হাজার টাকা এবং গ্রুপ ডি কর্মীদের বেতন যথাক্রমে তিন হাজার টাকা বাড়ানো হয়েছে। মিড ডে মিল সহায়কদের জন্য পাঁচশো টাকা বেতন বৃদ্ধি করা হয়েছে।

আরও পড়ুনঃ- ২০২৪ মাধ্যমিকে সকলে পাস। রেজাল্ট কবে প্রকাশিত হবে জানিয়ে দিল পর্ষদ।

flood of gift west bengal govt financial budget 2024

এছাড়াও সিভিক পুলিশদের বেতন হাজার টাকা বৃদ্ধি, জব কার্ড ধারীদের বকেয়া মেটানোর জন্য তিন হাজার সাতশো কোটি টাকা বরাদ্দ করেছে সরকার। গ্রিন, সিভিক পুলিশ ও চুক্তিভিত্তিক কর্মীদের অবসরকালীন সুবিধা ৩িন লাখ থেকে বাড়িয়ে পাঁচ লাখ টাকা করা হয়েছে। নতুন প্রকল্প কর্মশ্রী এবং সমুদ্রসাথী প্রকল্প চালু হতে চলেছে। ১২০০ কোটি টাকা ব্যয়ে বুড়িগঙ্গা নদীর ওপর সেতুবন্ধন করা হচ্ছে।

এমন আরও গুরুত্বপূর্ণ বিভিন্ন খবরের সরাসরি আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল ও হোয়াটসঅ্যাপ এ যুক্ত হতে ভুলবেন না। ধন্যবাদ। তথ্যটি শেয়ার করবেন।

ফেসবুক:- Link

টেলিগ্রাম চ্যানেল:- Link

হোয়াটসঅ্যাপ চ্যানেল:- Link