মাত্র ১০ মিনিট আগেও পেয়ে যাবেন ট্রেনের রিজার্ভেশন কামরার কনফার্ম টিকিট। গোপন ট্রিকস জানুন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

কেবল ট্রেন ছাড়ার দশ মিনিট আগেও পেয়ে যাবেন ট্রেনের রিজার্ভেশন কামরার নিশ্চিত টিকিট। জানতে হবে বিশেষ কিছু পদ্ধতি। অনেকেই সামান্য একটু দেরির কারণে বিশেষত উৎসবের মরশুমে ট্রেনের রিজার্ভেশন কামরার কনফার্ম টিকেট মেলে না। তবে এই গোপন পদ্ধতিটি জেনে রাখলে হতে পারে কেল্লাফতে। এই বিশেষ পদ্ধতি অবলম্বন করে আপনিও পেয়ে যেতে পারেন ট্রেনের রিজার্ভেশন টিকিটের কনফার্মেশন।

   

ভারতীয় উপমহাদেশে একস্থান থেকে অন্যস্থানে স্বল্প খরচে কম সময়ে ভ্রমণের সহজলভ্য মাধ্যম হলো ট্রেন। প্রতিদিন কাতারে কাতারে লোককে পরিবহন পরিষেবা দিয়ে আসছে ভারতীয় রেলওয়ে। তবে চাইলেই বা সামান্য লেট করলেও এই বিশাল জনসংখ্যার দেশে ট্রেন পরিষেবার জন্য নিশ্চিত টিকিট মেলে না।

বিশেষত বিভিন্ন উৎসবের মরশুমে ট্রেনের রিজার্ভেশন টিকিট পাওয়া ভীষণ চাপের হয়ে দাঁড়ায়। তবে Indian Railway Catering and Tourism Corporation রেল যাত্রীদের জন্য এক বিশেষ পরিষেবা নিয়ে এসেছে। বিশেষত তাদের জন্য যারা একেবারে শেষ মূহুর্তে ভ্রমণের জন্য সিদ্ধান্ত নেয় এবং ট্রেন ভ্রমণ করার জন্য জরুরি ভিত্তিতে সিটে প্রয়োজন পরে আবার স্বল্প খরচে রিজার্ভেশনও চাইছেন।

IRCTC এই বিশেষ পরিষেবার মাধ্যমে আপনি ট্রেন ছাড়ার দশ মিনিট আগেও রিজার্ভেশন বগির কনফার্ম টিকেট মিলে যেতে পারে। এর জন্য আপনাকে আইআরসিটিসি -র অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে কারেন্ট ভ্যাকেন্সির সিটগুলো সার্চ করতে হবে।

আরও পড়ুনঃ- কেন্দ্র সরকারের সমস্ত প্রকল্পের তালিকা একনজরে। কোন প্রকল্পে কি কি সুবিধা পাবেন সাধারণ মানুষ?

এটি তখনই হয় যখন কোনো যাত্রী শেষ মূহুর্তে ট্রেনের কনফার্ম রিজার্ভেশন টিকিট ক্যানসেল করেন এবং কোনো যাত্রী জরুরি ভিত্তিতে ন্যায্য মূল্যের সংরক্ষিত শ্রেণীর কামরার সিটের নিশ্চিত টিকিট পেতে চাইলে এই পদ্ধতি অবলম্বন করে দেখতে পারেন। উল্লেখ্য এই ধরনের টিকিট ট্রেন ছাড়ার কেবল দশ মিনিট আগেই ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং এন্ড ট্যুরিজম কর্পোরেশন এর ওয়েবসাইটে শো করে।

এমন আরও গুরুত্বপূর্ণ বিভিন্ন স্কলারশিপ, প্রকল্প ও কেন্দ্র এবং রাজ্য সরকারের তরফে গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম ও ফেসবুক এ ফলো করুন।

Telegram:- Link

Facebook:- Link