বিদ্যুৎ বিলে ৭৫ শতাংশ ছাড়। সেইসঙ্গে ১ লক্ষ টাকা দেবে রাজ্য সরকার।

কারেন্টের বিলে পঁচাত্তর শতাংশ ছাড় দেবে রাজ্য সরকার। সেইসাথে এক লাখ টাকা করেও দেওয়ার ঘোষণা করলো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। কিন্তু কেন? কারা কারা এই বিরাট সুবিধা পেতে চলেছেন? কবে থেকেই বা এই পরিষেবা প্রদান করবে পশ্চিমবঙ্গ সরকার? হঠাৎ কেনই বা এমন ঘোষণা করা হলো বিশদভাবে জানতে হলে নিচের প্রতিবেদনটি পড়ুন।

   

সম্প্রতি রাজধানী কলকাতার ধর্মতলায় ২১শে জুলাইয়ের সমবেত স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। আর সেই একুশের মঞ্চ থেকেই প্রধান বক্তা তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জোরালো ও জমকালো ঘোষণা করেছেন বাংলার গর্বের ও ইউনেস্কো হেরিটেজ স্বীকৃতি ও মর্যাদাপ্রাপ্ত বাঙালির প্রাণের মহোৎসব দুর্গাপূজা কে নিয়ে।

চলতি বছর রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা দুর্গাপূজা কমিটি গুলিকে অনুদান স্বরূপ পঁচাশি হাজার টাকা করে দেবে রাজ্য সরকার বলে জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। পাশাপাশি বিদ্যুতের বিলে ৭৫% রিবেট দেওয়া হবে। অতিমারীর পরে ২০২১ সাল থেকে রাজ্যজুড়ে ছড়িয়ে থাকা তেতাল্লিশ হাজার ক্লাবকে এই টাকা দেওয়া হবে। এক্ষেত্রে অনুদানের আবেদনের জন্য রেজিস্ট্রিকৃত ক্লাবগুলোকে দশ বছর বা তার বেশি সময় ধরে দূর্গাপূজা পালন করে আসতে হবে।

পাশাপাশি ক্লাবগুলোকে এবার কারেন্ট এর বিলের ক্ষেত্রেও পঁচাত্তর শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হবে। তবে তা কেবল দুর্গাপূজার সময়সীমার মধ্যেই। উল্লেখ্য, প্রথমবা ক্লাবগুলোকে ৫০,০০০ টাকা অনুদান দিয়েছিল বঙ্গ সরকার। ২০২২ সালে তা বেড়ে হয় ষাট হাজার টাকা। ২০২৩ সালে দেওয়া হয়েছিল ৭০,০০০ টাকা করে। সেইসঙ্গে ইলেকট্রিক বিলে ৬০ শতাংশ ছাড়।

75 percent rebate in electricity bill and grant of inr 1 lakh

আরও পড়ুনঃ- এলপিজি সিলিন্ডারের বুকিং ও বাণিজ্যিক উদ্দেশ্যে নয়া রুল জারি মন্ত্রীর।

আগামী বছর অর্থাৎ ২০২৫ সালের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, দুর্গাপূজায় ক্লাবগুলিকে ১ লক্ষ টাকা করে অনুদান দেওয়া হবে। সেইসঙ্গে পূজা কমিটিগুলিকে কারেন্টের বিলে পঁচাত্তর শতাংশ ছাড়ও মিলবে তৃণমূল সরকারের তরফে।

কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্প, দেশ বিদেশের লেটেস্ট আপডেট ও সরকারি ছুটির জবরদস্ত হালচাল জানতে আমাদের ফেসবুক ও গুগল নিউজ এ অনুসরণ করতে পারেন।

Google News:- Link

WhatsApp:- Link

Telegram:- Link

Like Facebook Page